বকশীগঞ্জ পৌর নির্বাচনের ভোট পুনঃগ্রহণ হচ্ছে না।।
আবারও স্থগিত
সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার বন্ধ ঘোষিত মালিরচর হাজী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২৯ মার্চ বৃহস্পতিবারের নির্বাচনের পুনঃভোট গ্রহণ স্থগিত ঘোষণা করা হয়েছে।
বুধবার সন্ধ্যা ৭.৫০ মিনিটে বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনের রিটানির্ং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুরুল আলম গণবিজ্ঞপ্তির মাধ্যমে ওই কেন্দ্রের পুনঃ ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করেন।
আওয়ামী লীগের মেয়র প্রার্থী শাহীনা বেগমের হাইকোর্ট বিভাগের দায়ের করা রিট পিটিশনের পর বুধবার বিকালে মহামান্য হাইকোর্ট বিভাগ ৯০ দিনের জন্য নির্বাচন বন্ধের আদেশ দেন। ঐ আদেশের আলোকে রিটার্নিং কর্মকর্তা গণবিজ্ঞপ্তির মাধ্যমে বকশীগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ড এর হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের নির্বাচন স্থগিত করেন।