বকশীগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

S M Ashraful Azom
The great freedom and national day celebrated in Bakshiganj

সেবা ডেস্ক: জামালপরের বকশীগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় দিবস ও মহান স্বাধীনতা দিবস গতকাল ২৬ মার্চ সোমবার উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বকশীগঞ্জ এনএম উচ্চ বিদ্যালয় মাঠে সালাম গ্রহণ, কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ শেরপুরের শ্রীবরদীতে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

পরে বেলা ১১ টায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।


ইউএনও আবু হাসান সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা ওসি মো. আসলাম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দিন, বশির আহম্মেদ বীর প্রতীক, বীর মুক্তিযোদ্ধা গোলাম মাওলা , বীরমুক্তিযোদ্ধা সুহৃদ জাহাঙ্গীর।

এতে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

 -

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top