জামালপুরে নানা আয়োজনে মহান ৭ মার্চ পালিত

S M Ashraful Azom
The fair is celebrated on 7th March at Jamalpur

জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান ৭ মার্চ বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে সকাল ৯টায় বকুলতলা জামালপুর জেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জেলা আওয়ামীলীগ ও তার সহযোগি সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয়।

পুস্পমাল্য অর্পন কালে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. মুহাম্মদ বাকী বিল্লাহ সাধারন সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরীসহ দলীয় নের্তৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।


পুস্পমাল্য অর্পন শেষে বঙ্গবন্ধুর স্মরনে এক মিনিট নিরবতা পালন করেন। এছাড়া সারা জেলার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে দলীয় কার্য্যালয়ে দিন ব্যাপী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষন মাইকে প্রচার করা হয়। অপর দিকে জাতির জনকের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জামালপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরের কাচারী মাঠ থেকে সাবেক ভুমিমন্ত্রী আলহাজ রেজাউল করিম হীরা এমপি এবং জেলা প্রশাসক আহাম্মেদ কবীরের নের্তৃত্বে এক বিশাল র‌্যালী বের করে। র‌্যালিিট শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধুর আত্মজীবনীর উপর এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top