সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জ উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ৮ম বার্ষিক সাধারণ সভা শনিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুনঃ- ১ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা সম্ভবঃ শিক্ষামন্ত্রী
দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লি. (কালব) এর সহযোগিতায় অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন কালব এর ময়মনসিংহ অঞ্চলের পরিচালক মি.আন্তনী মাংসাং।
চন্দ্রাবাজ রশিদা বেগম স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে বকশীগঞ্জ উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি. চেয়ারম্যান অধ্যক্ষ মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং উক্ত ক্রেডিট ইউনিয়নের পরিচালক মাহমুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় এসময় বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদিন, উপজেলা সমবায় কর্মকর্তা আবদুল জলিল, বীরমুক্তিযোদ্ধা আফসার আলী, আর.ডি.এফ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি. এর চেয়ারম্যান মির্জা শাহ জাহান জুয়েল, কাল্ব এর জামালপুর শাখার প্রোগ্রাম অফিসার ফরিদ উদ্দিন, বকশীগঞ্জ উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি. এর সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন , জামালপুর সদর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি. এর চেয়ারম্যান মনিরুজ্জামান , শ্রীবরদী উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি. এর চেয়ারম্যান আমানুল্লাহ হেলাল প্রমুুখ।
সভায় বকশীগঞ্জ উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি. এর সকল সদস্য উপস্থিত ছিলেন।
-