সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গ্রামীণ অবকাঠামো সংস্কার ও রক্ষণাবেক্ষণ কর্মসূচির সোলার বিদ্যুত স্থাপন প্রকল্পের আওতায় মনিটরিং সংস্থা ইডকলের সহযোগী সংস্থা রেডী এর বাস্তবায়নে গতকাল বুধবার বেলা ১১ টায় সোলার প্যানেল বিতরণ করা হয়েছে।
সাধুরপাড়া ইউনিয়নের হতদরিদ্র, বিভিন্ন প্রতিষ্ঠান সহ ৩৫ জনকে এসব সোলার প্যানেল বিতরণ করা হয়। সাধুরপাড়া ইউনিয়নের কেবি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি থেকে এসব বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসান সিদ্দিক।
এসময় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, বাস্তবায়নকারী সংস্থা রুরাল এনার্জি অ্যান্ড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (রেডী) এর এলাকা ব্যবস্থাপক মো. আইনুল ইসলাম,কেবি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এইচ কবির প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৭-২০১৮ অর্থবছরে বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৭৫০ টি সোলার প্যানেল স্থাপনা করা হবে। বাস্তবায়নকারী সংস্থা রুরাল এনার্জি অ্যান্ড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (রেডী) সরকারের সহযোগিতায় সোলার প্যানেল সরবরাহ ও বাস্তবায়ন করছে।
-