গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধিঃ গোলাপগঞ্জ সদর ইউনিয়নের চৌঘরী নাইট মিনি ফুটবল টুর্ণামেন্টের ৪র্থ রাউন্ড এর তৃতীয় দিনের খেলায় দাড়িপাতন সেভেন স্টার এর মুখোমুখী হবে শেরপুর সেভেন টাইগার্স। আগামীকাল রবিবার রাত ১০টায় চৌঘরী বাজারি রাস্তা সংলগ্ন মাঠে এ ম্যাচ অনুষ্টিত হবে। উক্ত খেলায় শেরপুর সেভেন টাইগার্সের হয়ে অংশ গ্রহন করবেন মোঃ শাহ আলম, তারেক আহমদ,খালেদ আহমদ,জাহেদ আহমদ, শাহান আহমদ, দ্বারা মিয়া ও সুলতান আহমদ প্রমূখ।
শেরপুর সেভেন টাইগার্সের টিম ম্যানেজার শাহ আলম উক্ত টিমের ভক্তদের নির্ধারিত মাঠে যথা সময়ে খেলা দেখার জন্য আহবান জানান।