সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জে ট্রাক চাপায় রিফাত হোসেন (১৩) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। শুক্রবার সকাল ৮ টার দিকে ধানুয়া কামালপুর ইউনিয়নের মির্ধা পাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিফাত হোসেন স্থানীয় মির্ধা পাড়া গ্রামের আবদুর কাদেরের ছেলে এবং ধানুয়া কামালপুর কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
স্থানীয় সুত্রে জানা গেছে, রিফাত হোসেন শুক্রবার সকালে মির্ধাপাড়া মোড়ের পাশে একটি আম গাছের নিচে দাড়িয়ে ছিলো। এসময় হটাৎ একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে রিফাতের উপর উপর উঠে গেলে সঙ্গে সঙ্গে রিফাত মারা যায়। পরে ট্রাকটিও আম গাছের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়। ট্রাকটি কামালপুর থেকে শেরপুর যাচ্ছিলো।
বকশীগঞ্জ থানার ওসি মো. আসলাম হোসেন ট্রাক চাপায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
-