সাপাহার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
সেবা ডেস্ক: গোলাপ খন্দকার, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সাপাহার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২০১৭ ইং সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মোতাহার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন মাননীয় জাতীয় সংসদ সদস্য বাবু সাধন চন্দ্র মজুমদার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ্ চৌধুরী,উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী,নওগাঁ জেলা পরিষদ সদস্য মন্মত সাহা,ফাইমা বেগম,বাংলাদেশ আওয়ামীলীগ সাপাহার উপজেলা শাখার সাধারন সম্পাদক শাহজাহান হোসেন,প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল আলম,পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম,বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম প্রমূখ।
আরও পড়ুনঃ বাতিল হতে পারে কয়েক হাজার শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষা: কলরেকর্ড সহ
প্রধান অতিথি ৮৫ জন জিপিএ-৫প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও খেলাধুলা এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিদ্যালয়ের বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কাল তুলেদেন এ সময় অণুষ্ঠানে সকল শিক্ষক-শিক্ষীকা,অভিভাবক,ছাত্র-ছাত্রী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।