সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জে গত বছরের ভয়াবহ বন্যায় বিধ্বস্ত হওয়া গ্রামীণ রাস্তা
অবশেষে পুনঃনির্মাণ করা হয়েছে।
২০১৭-২০১৮ অর্থ বৎসরের লোকাল গর্ভনন্যান্স সাপোর্ট গ্রোগ্রাম-৩ (এলজিএসপি) এর অর্থায়নে সাধুরপাড়া ইউনিয়নের গাজীরপাড়া বাজার হতে বাংগাল পাড়া নয়া বাড়ি গ্রাম পর্যন্ত ওই রাস্তার পুনঃনির্মাণ করা হয়।
সরেজমিনে দেখা গেছে, ২০১৭ সালের ভয়াবহ বন্যায় বন্যা কবলিত এলাকা সাধুরপাড়া ইউনিয়নের ৮০ ভাগ গ্রামীণ রাস্তা-ঘাট বন্যায় বিধ্বস্ত হয়ে যায়। অনেক রাস্তা পায়ে হাটা ছাড়া যান চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে।
ওই ইউনিয়নের গাজীর পাড়া বাজার হতে বাংগাল পাড়া নয়া বাড়ি রাস্তাটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায়।
এতে করে কয়েক হাজার মানুষের চলাচলের চরম দুর্ভোগ শুরু হয়। বিশেষ করে স্কুল, কলেজ, মাদরাসা পড়–য়া ছাত্র-ছাত্রীদের অসুবিধায় পড়তে হয়।
স্থানীয় এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু রাস্তাটি পুনঃনির্মাণের উদ্যোগ নেন। অবশেষে সম্প্রতি এলজিএসসি-৩ প্রকল্পের মাধ্যমে রাস্তাটি পুনঃমেরামত করে দেন।
এ বিষয়ে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু বলেন, স্থানীয় জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে জনগুরুত্বপূর্ণ এই রাস্তাটি পুনঃ নির্মাণ করা হয়েছে।
-