গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে পূবালী ব্যাংক লিঃ গ্রাহক সমাবেশ করেছে। বুধবার রাতে পৌর
সদরের ব্যাংকের শাখা কার্যালয়ে এ সমাবেশ অনুষ্টিত হয়।
ব্যাংকের ব্যবস্থাপক নুরুল আলমের সভাপতিত্বে ও প্রাল কৃষ্ণ চৌধুরীর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের সিলেট পুর্বাঞ্চল এর উপ-মহা ব্যবস্থাপক অঞ্চল প্রধান মাহবুব আহমদ। বিশেষ অতিথি ছিলে পৌর কাউন্সিলর রুহিন আহমদ খান। বক্তব্য রাখেন, প্রিন্সিপাল অফিসার পীযুষ কান্তি দে, দেলোয়ার হোসেন, মেহেদী ইসলাম, ইমতিয়াজ চৌধুরী ও গোলাপগঞ্জ জার্নালিস্ট ফোরামের সভাপতি হারিছ আলী, সাধারণ সম্পাদক খালেদ হোসেন, অনলাইন প্রেসক্লাবের সেক্রেটারী জাহিদ উদ্দিন ও সাংবাদিক মোঃ রুবেল আহমদ প্রমূখ।
সভায় প্রধান অতিথি উপ-মহা ব্যবস্থাপক অঞ্চল প্রধান মাহবুব আহমদ বলেছেন, দীর্ঘদিন থেকে পূবালী ব্যাংক গ্রাহকদের সেবা দিয়ে আসছে। এর ধারাবাহিকতায় আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি বলেন।
-