প্রেস রিলিস: বাংলাদেশ কংগ্রেসের আলোচনা সভা অনুষ্ঠিত
সেবা ডেস্ক: ঢাকা মহানগর (দক্ষিন) যাত্রাবাড়ী এলাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বরিশাল বিভাগে কংগ্রেসকে গতিশীল করার লক্ষে গতকাল শনিবার সকাল ১০টায় বাংলাদেশ কংগ্রেসের উদ্যোগে এক আলোচনা সভা করা হয়।
কেন্দ্রীয় নির্বাহী কমিটি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ্যাড মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ও ভোলা জেলা সমন্বয়ক আল আমিন উদ্বোধনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কংগ্রেস’র কেন্দ্রীয় নির্বাহী কমিটি’র ভাইস চেয়ারম্যান এ্যাড মোঃ শফিকুল ইসলাম। তিনি বলেন, “কংগ্রেস-এর মূলনীতি, সুস্থ ধারার রাজনীতি। এখন দেশে যে অবস্থা চলছে তাতে করে বাংলাদেশে সুস্থ ধারার রাজনীতি বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ কংগ্রেসের কোন বিকল্প নাই।”
আরও পড়ুনঃ সাপাহারে দূর্নীতি প্রতিরোধ সপ্তাহ উদযাপন
সভাপতি তার বক্তব্যে বলেন, বরিশাল বিভাগ তথা দেশের প্রত্যেক থানায় বাংলাদেশ কংগ্রেসের কমিটি করার জন্য উপস্থিত নেতা-কর্মীর প্রতি আহবান জানান। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম মহাসচিব এ্যাড মোঃ আব্দুল আউয়াল। আরও উপস্থিত ছিলেন স্থানীয় নেতা আব্দুল কুদ্দুস, আলা উদ্দিন, সবুজ মিয়া, হারুন, হান্নান, রুবেল, হেলাল প্রমুখ।
পরে মহান স্বাধীনতার মাসে মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।