সেবা ডেস্ক: -ওমরা পালনে ফি আরোপের গুজব উড়িয়ে দিয়েছে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়। গত সোমবার সৌদির আল-মদিনা আরবির নিউজের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সৌদি গেজেট।
মন্ত্রণালয়টির এক বিবৃতিতে জানানো হয়, হজযাত্রীদের সংখ্যা ২০২০ সালের মধ্যে ৪ মিলিয়ন থেকে ১৫ মিলিয়ন এবং ২০৩০ সালের মধ্যে ৩০ মিলিয়ন বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে।
একই সঙ্গে হজ যাত্রীদের ভিসা প্রক্রিয়া সহজতর এবং পরিষেবার মান আরও ডিজিটালাইজ করার চেষ্টা করছে তারা। এর আগে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ায় ১৮ বছরের উপরে ব্যক্তিদের ওমরা পালনে ৪০০ থেকে ৭০০ রিয়েল পর্যন্ত ফি নেবে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
একই সঙ্গে ফি সংগ্রহের জন্য মক্কার বিমানবন্দরের প্রবেশ পথে একটি অফিস বসাবে মন্ত্রণালয়টি। মক্কাতে চলমান নির্মাণ কাজের জন্য ওমরা পালনকারীদের সংখ্যা কমাতে মন্ত্রণালয় এই পদক্ষেপ নিয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়।