রংপুর ডেন্টাল কলেজে নেপালি ছাত্রদের শোক-সভা

S M Ashraful Azom
Nepali students condole condolences at Rangpur dental college
কুড়িগ্রাম প্রতিনিধি: ১৩ মার্চ মঙ্গলবার সন্ধ্যা সাডে ৭টায় রংপ্রু ডেন্টাল কলেজে অধ্যায়নরত নেপালি ছাত্রদের উদ্দ্যোগে “ইউএস-বাংলা বিমান দুর্ঘটনায় নিহত নেপালী ছাত্রসহ অন্যদের স্মরণে শোক সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শোক সভায় শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর ডেন্টাল কলেজের সহযোগী অধ্যাপক ডা. শরিফা বেগম ও সহযোগী অধ্যাপক মো. একরামুল হোসেন লিটন। সভায় ১৪তম ব্যাচের আশুতোষ মহন্ত, ইচ্ছা কটোয়াল, সরু মহারজান, মমতা খান, মহসিন হিসাব, ১৫ তম ব্যাচের চনু বসনেট, ১৬তম ব্যাটের বিবেক সাহাসহ তিনশতাধিক নেপালি ছাত্র অংশগ্রহণ করেন।

এসময় তারা কালো ব্যাচ ধারণ ও মোমবাতি প্রজ্জলন এবং ২মিনিট নিরবতা পালন করেন।

 -
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top