সম্প্রতি ওয়াশিংটনভিত্তিক মানবাধিকার সংস্থা সিএআইআর আইদাহো রাজ্যের প্রতিনিধি পরিষদে পাস হওয়া একটি বিলের বিরুদ্ধে ভোট দিতে সিনেটের প্রতি আহবান জানিয়েছে।
আইদাহোর গভর্নর বুচ ওটার বলেন, 'আদালত আমাদের নিজস্ব আইন কার্যকর করবে। অন্য কোনো দেশের আইন আমাদের দেশে কার্যকর বন্ধ হতে যাচ্ছে।'
এর অর্থ দাঁড়াচ্ছে-আইদাহোতে শরিয়াহ বা ইসলামিক আইন নিষিদ্ধ হতে যাচ্ছে। সিএআইআর বলেছে, 'এইচবি-৪১৯' নামের এ আইন মুসলিমদের লক্ষ্যবস্তু বানিয়ে পাস হতে যাচ্ছে।
এই অসাংবিধানিক বিল ইসলামিক আইন বা শরিয়াহকে নিষিদ্ধ করে যুক্তরাষ্ট্রে মুসলিমদের অশুভ হিসেবে হাজির করতে চাচ্ছে।
সংস্থাটি বলছে, আইদাহোর প্রতিনিধি পরিষদে যখন 'এইচবি-৪১৯' আইনটি পাস হয়েছে, তখন মন্টানা, ওরেগন ও উইসকনসিনসহ যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্যেও তা নিয়ে ভাবা হচ্ছে।
সিএআইআর-এর পরিচালক রবার্ট ম্যাকাও বলেন, 'এইচবি-৪১৯' বিলটি আমাদের জাতীয় মূল্যবোধের বিপরীত। এর মাধ্যমে একটি ধর্মীয় গোষ্ঠীকে সুনির্দিষ্টভাবে হেয় করা হবে। কোনো ধর্মকে সুনির্দিষ্টভাবে আঘাত হানা যুক্তরাষ্ট্রের সংবিধানের লঙ্ঘন।'
সূত্রঃ আলজাজিরা