সেবা ডেস্ক: -খারাপ পরফরম্যান্সের কারণে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নিদাহাস ট্রফিতে দলে জায়গা হয়নি ভারতীয় পেসার মোহাম্মদ শামির। ক্যারিয়ারের এই খারাপ সময়ে পেলেন আরো একটি দুঃসংবাদ। একাধিক বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত থাকার অভিযোগ করেছেন তার স্ত্রী হাসিন জাহান।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাধিক পোস্ট করে এই ভারতীয় পেসারের স্ত্রী দাবি করেন, ‘শামির একাধিক বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে। শুধু তাই নয়, আমার ওপর মানসিক ও শারীরিক অত্যাচার করে সে।’
এনডিটিভির খবরে বলা হয়েছে, শামির স্ত্রী তাঁর বক্তব্যের সমর্থনে একাধিক ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। সেখানে তিনি লিখেছেন, ‘যা কিছু জানিয়েছি, শামির কাণ্ডকারখানা আরো বেশি নোংরা। একাধিক নারীর সঙ্গে সম্পর্ক রয়েছে ওর।’
তাই ভারতীয় পেসারের বিপক্ষে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও নাকি ভাবছেন হাসিন।
স্ত্রী এমন অভিযোগে চক্রান্তের গন্ধ পাচ্ছেন শামি। এ ব্যাপারে ফেসবুক পেজে শামি লিখেছেন, ‘আমার ব্যক্তিগত জীবন নিয়ে যেসব খবর ছড়িয়েছে, তা ভিত্তিহীন। আমার বিরুদ্ধে বড় চক্রান্ত হচ্ছে। আমার বদনাম করা এবং আমার পারফরম্যান্স খারাপ করতেই এই অপচেষ্টা চলছে।