সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জে মহান মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনী কর্তৃক নিরীহ বাঙালিদের উপর নৃশংস হামলা ও গনহত্যার ঘটনায় ২৫ র্মাচ রবিবার জাতীয় গণহত্যা দিবস পালিত হয়েছে ও গণহত্যা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় বকশীগঞ্জ ইউএনও আবু হাসান সিদ্দিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর প্রতীক বশির আহমেদ, উপজেলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা নুরুল আমিন ফোরকান, বীরমুক্তিযোদ্ধা আফসার আলী, বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদিন, বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ইউনুস আলী , উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আবদুল হামিদ, বকশীগঞ্জ থানার উপ-পরিদর্শক মশিউর রহমান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু প্রমুখ।
আলোচনা সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান , সাংবাদিক ও ব্যবসায়ী প্রতিনিধি উপস্থিত ছিলেন।
-