সেবা ডেস্ক: বকশীগঞ্জ পৌরসভার স্থগিত কেন্দ্রে নির্বাচন উপলক্ষে স্বতন্ত্র মেয়র প্রার্থী নজরুল ইসলাম সওদাগরের জগ প্রতীকের পক্ষে গণসংযোগ করেছেন সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু।
গতকাল শুক্রবার বিকালে তিনি স্বতন্ত্র মেয়র প্রার্থী নজরুল ইসলাম সওদাগরের জগ প্রতীকের পক্ষে মালিরচর হাজী পাড়া এলাকায় গণসংযোগ ও প্রচারনা চালায়। আগামি ২৯ মার্চ বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে জগ প্রতীকে ভোট দিয়ে এলাকার উন্নয়নকে ত্বরানিত করতে ভোটারদের প্রতি আহবান জানান।
গণসংযোগকালে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত বছরের ২৮ ডিসেম্বর বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে মালিরচর হাজী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গলযোগের কারণে স্থগিত ঘোষণা করা হয়। বহু চড়াই-উৎরাই পার করে অবশেষে ফের ভোট গ্রহণের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। ওই নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী নজরুল ইসলাম সওদাগর বিএনপির প্রার্থী ফকরুজ্জামান মতিনের চেয়ে ৮৯৪ ভোট বেশি পেয়ে এগিয়ে রয়েছেন। এছাড়াও আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী শাহীনা বেগম পাঁচ হাজার ১৬০ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন। আগামি ২৯ মার্চ ওই কেন্দ্রে পুনঃভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
-