কৃষিতে দারিদ্র্য জয়ের পথে কুড়িগ্রামের কৃষক

S M Ashraful Azom
Kurigram peasants on the way to poverty in agriculture

ডা. জি এম ক্যাপ্টেন  কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রাম সদর উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের ধান খেতে এখন সবুজের দোল। মাঠের পর মাঠ বিস্তৃত অঞ্চল জুড়ে ধান খেত আদিগন্ত সবুজ হয়ে আছে। বেড়ে উঠছে কৃষকের দারিদ্র্য জয়ের স্বপ্ন, বোরো ফসল। আর দেড় মাস পরেই এ মাঠে হয়ে উঠবে পাকা ধানের রঙ্গে সোনালি। ধানের সবুজ রংই বলে দিচ্ছে ফসল ভালো হওয়ার সম্ভবনার কথা।  অন্তরালে কুড়িগ্রাম সদর উপজেলার কৃষি কর্মকর্তা  মো. কামরুজ্জামান।

সর্বদা মাঠে থেকে কৃষককে বিবিধ সেবা প্রদানের নির্মিত্তে নিরলস ভাবে কাজ করেই চলেছেন। দক্ষতা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে। ফলে  প্রকৃত অর্থে উপকৃত হচ্ছে কৃষক। অন্যান্য খাদ্যশস্য উৎপাদনে ঘটছে বিপ্লব। ক্রমান্বয়ে কমছে দারিদ্র্যতার হার। পরিসংখ্যান ব্যুরো’র হিসাব মতে কুড়িগ্রাম জেলার দারিদ্রতার হার ৭০.৮৭% যার অধিক অংশই কৃষকরা দারিদ্র্যের প্রতিমূর্তি। কিন্তু কুড়িগ্রাম সদর উপজেলার কৃষি কর্মকর্তা মোঃ কামরুজ্জামান ঐকান্তিক প্রচেষ্টায় বর্তমান সরকারের নেয়া কৃষক ও কৃষি বাঁচানোর সুচিন্তিত ও কার্যকর পদক্ষেপ যথাযথ দায়িত্বের সহিত পালনের সচেষ্ট। ফলে কৃষকের বদলে যাচ্ছে অর্থনৈতিক চালচিত্র।  সরে জমিন সদর উপজেলা আওতাভুক্ত বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা যায় গ্রামাঞ্চলে কৃষককে অর্থনৈতিক ভাবে লাভবান করার জন্য ফসলের নতুন প্রযুক্তিও জাত সম্প্রসারণ। ফসলের রোগও পোকামাকড় সমন্ধে প্রয়োজনীয় পরামর্শ প্রদান। এছাড়াও কৃষিতে সাফল্য বয়ে আনার জন্য সচেতনা বৃদ্ধিতে ধারাবাহিক ভাবে কৃষকের সঙ্গে মত বিনিময়, মাঠ দিবস করে আসছে। এবং কৃষি সম্প্রসারণ  অধিদপ্তর কুড়িগ্রাম সদর কুড়িগ্রাম। নি¤œ আয়ের দেশ হতে নিম্নমধ্যম আয়ের দেশে বাংলাদেশের উত্তরণের ঐতিহাসিক অর্জন উদযাপন উপলক্ষে ২০-২৫ মার্চ ২০১৮ ইং বিশেষ সেবা সপ্তাহ অনুষ্ঠিত হচ্ছে।

 -

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top