লিডারর্স প্রশিক্ষণে অংশ নিতে আবারো ব্যাংকক যাচ্ছেন সাংবাদিক কল্যাণ বড়ুয়া

S M Ashraful Azom
Journalist Kalyan Barua going to Bangkok again to participate

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাঁশখালী বৌদ্ধ সমিতির সাধারণ সম্পাদক, বাঁশখালী একাডেমীর প্রধান নির্বাহী, বাঁশখালী কাহারঘোনা এএসডি তরুন সংঘের প্রতিষ্ঠাতা ও পরিচালকসহ বিভিন্ন সংগঠনের একনিষ্ঠ কর্মী প্রবীণ সাংবাদিক কল্যাণ বড়ুয়া ২১ মার্চ বুধবার লিডারর্স প্রশিক্ষণে অংশ নিতে আবারো ব্যাংকক যাচ্ছেন। এর আগে তিনি ব্যাংককে ২০১০ সালের সেপ্টেম্বরে দি লোটাস সূত্র স্টাডি প্রোগ্রাম, ২০১২ সালের ফেব্রুয়ারিতে মিশনারি লিডারর্স প্রোগ্রাম এবং একই বছরের অক্টোবর মাসে জাপানে ধর্ম টিচার স্টাডি প্রোগ্রাম, ২০১৫ সালে ব্যাংককে লিডারর্স ট্রেনিং সেমিনার এ অংশগ্রহণ করেন।

২০১৭ সালে ভারতের বুদ্ধ গয়াসহ বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন। এবারও তিনি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে মিশনারি লিডারর্স ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণ করবেন। তিনি দেশের প্রাচীনতম দৈনিক আজাদী পত্রিকার বাঁশখালীরর নিজস্ব প্রতিনিধি। সাংবাদিকতার পাশাপাশি সমাজ উন্নয়ন সংস্থা ইপসার পিসি হিসেবে দায়িত্ব পালন করেন।

 -
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top