জামালপুর প্রতিনিধি: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে জামালপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি এ কর্মসূচির আয়োজন করে।
মঙ্গলবার দুপুর ১২ টায় শহরের শফি মিয়ার বাজার এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপি মানববন্ধনে সভাপতির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
এ সময় বিএনপি নেতা আমজাদ হোসেন, শহীদুল হক খান দুলাল, লিয়াকত আলী, আনিছুর রহমান বিপ্লব, মাইন উদ্দিন বাবুল, রুহুল আমিন মিলন, জাসাস নেতা রেজভী আল জামালী রনজু প্রমুখ। মানববন্ধনে বিএনপিসহ এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
বক্তারা বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় জেল দেওয়া হয়েছে। খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে রাখতেই ওই সাজানো মামলায় জেলে রাখা হয়েছে। খালেদা জিয়াকে ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না। খালেদা জিয়ার নেতৃত্বেই বিএনপি চলবে।