১ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা সম্ভবঃ শিক্ষামন্ত্রী

S M Ashraful Azom
It is possible to include MPOs of 1,000 educational institutions

সেবা ডেস্ক: সারা বাংলাদেশের  ৯ হাজার শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভূক্তের বাইরে থাকলেও আসছে বাজেটে মাত্র ১ হাজার শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা সম্ভব হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ১ হাজার শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভূক্ত করনে বাজেটে ৪ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হবে। তবে বিষয়টি চূড়ান্ত নয়। শিগগিরই তা ঘোষণা দেওয়া হবে বলে তিনি জানান

১৪ই মার্চ বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকেদের এ তথ্য জানান।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ সময় বলেন, বর্তমানে ২৬ হাজার শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত আছে। এখনো ৯ হাজার শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তি করনের অপেক্ষায় আছে। সেখান থেকে ১ হাজার শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হতে পারে বলে জানান তিনি।
উল্লেখ, সর্বশেষ ২০১০ সালে ১ হাজার ছয়শত শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে।
এদিকে, বুধবার রাতে মাত্র এক হাজার প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হতে পারে মর্মে অর্থমন্ত্রীর দেয়া বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নন-এমপিও শিক্ষকরা। নন-এমপিও শিক্ষক সংগঠনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ বিনয় ভূষণ রাত এগারোটার দিকে দৈনিকশিক্ষাডটকমকে টেলিফোনে বলেন, অর্থমন্ত্রীর বক্তব্য শুনে সারাদেশ থেকে শিক্ষকরা তাদেরকে প্রতিক্রিয়া জানিয়েছেন। শিক্ষক নেতৃবৃন্দ এমপিওভুক্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া আশ্বাসের বাস্তবায়ন চান।
 -
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top