নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল খেলোয়াড় সমিতি কর্তৃক আয়োজিত চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।
২ মার্চ শুক্রবার বিকালে চাম্বল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় উদ্বোধক ছিলেন, বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি’র একান্ত সচিব ও বাহারছড়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টূর্ণামেন্ট পরিচালনা কমিটির প্রধান নির্বাহী ও চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল হক মৃদুল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সরল ইউপি চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, চাম্বল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, খেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ফখরুদ্দীন মো. তারেক, উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সম্পাদক জাফর ইকবাল ও ফুটবল কমিটির সম্পাদক প্রকাশ বড়ুয়া, চাম্বল খেলোয়াড় সমিতির কোষাধ্যক্ষ সাইফুল আজম প্রমুখ।
উদ্বোধনী ম্যাচে মাতারবাড়ী ফুটবল একাডেমী ও চন্দনাইশ ফুটবল একাদশ প্রতিদ্বন্দ্বীতা করেন। খেলার নির্ধারিত সময়ে মাতারবাড়ী ফুটবল একাডেমী চন্দনাইশ ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করেন।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন চট্টগ্রাম রেফারি সমিতির সদস্য শিমুল বড়–য়া, সহকারী রেফারি ছিলেন দীপেশ মোর্শেদী ও এসএম খালেক। খেলায় ম্যান অব্ দ্যা ম্যাচ হন মাতারবাড়ী একাদশের খেলোয়াড় মোঃ জমির।
আগামী রবিবার একই মাঠে পেকুয়া ডাইনমিক ফুটবল একাডেমী বনাম চট্টগ্রাম কিষোয়ান এফসি’র মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।