শ্রীবরদীতে দুর্নীতি প্রতিরোধ উপলক্ষে মানববন্ধন
২৭ মার্চ মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ইউএনও সেঁজুতি ধর এর নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালী ও মানববন্ধন শেষে উপজেলা পরিষদ চত্বর জামতলায় এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুনঃ শেরপুরের শ্রীবরদীতে মহান স্বাধীনতা দিবস উদযাপিত
একাডেমিক সুপারভাইজার মো. মোশাররফ হোসেন সাগরের সঞ্চালনায় ও ইউএনও সেঁজুতি ধর এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন দুলাল, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ ফারুক আল মাসুদ, টাংগাইল জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. আমির হোসেন, শ্রীবরদী উপজেলা দুর্নীতি প্রতিরোধের সভাপতি মো. রুহুল আলম কালাম, সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম বকুল, উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মাহমুদুল হাসান প্রমূখ।
অন্যান্যের মধ্যে উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম, সমাজ সেবা অফিসার সরকার নাছিমা আক্তার, সমবায় অফিসার মুহিব্বুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার অরুনা রায়, শ্রীবরদী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ মোছা. হোসনে আরা মাহবুবাসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, উপজেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিগণ।
-