জব্বারগঞ্জে বিশাল গরু মহিষের হাট

S M Ashraful Azom
Heavy cows of buffalo hat in Jabbarganj

বকশীগঞ্জ প্রতিনিধি ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা মেরুরচর ইউনিয়নে জব্বারগঞ্জ বাজারে এক বিশাল জমজমাট গরু মহিষের হাট শুরু হয়েছে।

উক্ত বাজারের ইজাদার জনাব মোঃ নাজির হোসেন জানায়, আমাদের বাজারে বিভিন্ন এলাকা থেকে ক্রেতা ও বিক্রেতার ভির জমাচ্ছে। কারণ আমাদের বাজারে গরু-মহিষের ক্রয়-বিক্রয়ের রশিদের মূল্য সীমিত তাই আগামী দিনেও আমরা সীমিত ভাবে চালিয়ে যাব। তাই আমাদের বাজারে দূরদূরান্ত থেকে আসা ব্যাপারীদের নিরাপদে থাকা ও খাওয়ার সুব্যবস্থা রয়েছে।

 -
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top