গীতা জ্ঞান শিক্ষা ও সনাতনী সম্মেলন

S M Ashraful Azom
"Gita Knowledge and Traditional Conference"

রকি সাহা, শাহরাস্তি প্রতিনিধি: চাঁদপুর জেলার অন্তরগত কচুয়া উপজেলার বিতার গ্রামের ব্রহ্মময়ীভভ মন্দিরে বিতারা সিদ্ধাশ্রম সার্বজনীন গীতা সংঘের উদ্যোগে ও জাগো হিন্দু পরিষদ কচুয়া থানা শাখার সহযোগীতায় তৃতীয় বারের মতো, গীতাশিক্ষা প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উদ্বোধক হিসাবে উপস্থিত ভভভ মজুমদার সভাপতি, হিন্দু,বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ, চাঁদপুর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এডভোকেট রঞ্জিত রায় চৌধুরী, সাধারণ সম্পাদ, হিন্দু বৌদ্ধ, খ্রীষ্টাম ঐক্য পরিষদ চাঁদপুর জেলা, রাম কৃষ্ণ পাল কোষাধ্যক্ষ, জাগো হিন্দু পরিষদ কেন্দ্রীয় কমিটি, বাবু প্রাণধন দেব সভাপতি, হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান এক্য পরিষদ কচুয়া উপজেলা, বাবু প্রিয়তোষ পোদ্দার, সভাপতি,কচুয়া প্রেসক্লাব, বাবু বিকাশ সাহা, সাধারণ সম্পাদক, পূজা উদযাপন পরিষদ, কচুয়া উপজেলা, মানিক ভৌমিক, সাধারণ সম্পাদক কচুয়া প্রেসক্লাব, সৃজন পোদ্দার সভাপতি, জাগো হিন্দু পরিষদ দাউদকান্দি শাখা, তুষার ঘোষ সাংগঠনিক সম্পাদক জাগো হিন্দু পরিষদ দাউদকান্দি শাখা।

প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, রাজীব চন্দ্র শীল আহবায়ক, কচুয়া জাগো হিন্দু পরিষদ, আরো উপস্থিত ছিলেন ১২ টি স্কুল থেকে আগত গীতা স্কুলের শিক্ষকবৃন্দ। 

সভাপতিত্ব করেন,রিপন চন্দ্র শীল প্রধান পৃষ্টপোষক, বিতারা সিদ্ধাশ্রম সার্বজনীন গীতা সংঘ। ফিতা কেটে অনুষ্টান উদ্বোধন করেন, রঞ্জিত দাস সভাপতি, জাগো হিন্দু পরিষদ কেন্দ্রীয় কমিটি। 

সকলেই গীতা শিক্ষার সুফল সর্ম্পকে আলোচনা করেন এবং বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে গীতা শিক্ষার প্রভাব উল্লেখ করেন। প্রতিযোগিতায় প্রথম বিজয়ীকে নগদ পাঁচ হাজার টাকা ও শ্রীমদ্ভাগবত গীতা দেওয়া হয় এবং দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারিদের তিন হাজার টাকা ও শ্রীমদ্ভাগবত গীতা দেওয়া হয়। প্রথম ৫০ জন প্রতিযোগিকে শ্রীমদ্ভাগবত গীতা দেওয়া হয়। 

এই সময় রঞ্জিত দাস সভাপতি জাগো হিন্দু পরিষদ কেন্দ্রীয় কমিটি, কচুয়া উপজেলার জাগো হিন্দু পরিষদের কমিটি ঘোষণা করে।

 -
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top