ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি: শ্রীবরদীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
৬ মার্চ মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাঠ প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের সহযোগিতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ২০১৭-১৮ অর্থ বছরে খরিপ-২/২০১৭-১৮ মৌসুমের গ্রীষ্মকালীন মাসকালাই, রবি ২০১৭-১৮ মৌসুমে গম, ভুট্ট, সরিষা, বিটি বেগুন ও পরবর্তী খরিপ-১ মৌসুমে গ্রীষ্মকালিন মুগ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার এ.কে.এম ফজলুল হক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ওই বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারুক আল মাসুদের সভাপত্বিতে উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ নাজমুল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পষিদের চেয়ারম্যান ও আ’লীগের সভাপতি আশরাফ হোসেন খোকা, পৌর মেয়র আবু সাইদ, জেলা কৃষক লীগের সভাপতি আ: কাদির, জেলা কৃষি অফিসের উপ-পরিচালক আশরাফ উদ্দিন প্রমুখ। এ সময় উপজেলার ১৫০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাজে ১০ কেজি ডিএপি, ১০ কেজি মওপি ও ৫ কেজি করে মুগ ডাল বিতরণ করা হয়।
অপরদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় নিরানব্বই জন ব্যক্তি ও তিনটি প্রতিষ্ঠানের অনুকুলে তিন হাজার নগদ টাকার চেক ও এক বান করে ঢেউটিন বিতরন করা হয়েছে। উপজেলা চত্বরে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার এ.কে.এম ফজলুল হক উপস্থিত থেকে ওই নগদ টাকার চেক ও ঢেউটিন বিতরন করেন।