সেবা ডেস্ক: বকশীগঞ্জ পৌরসভার স্থগিত কেন্দ্রে নির্বাচন উপলক্ষে স্বতন্ত্র মেয়র প্রার্থীর পক্ষে গণসংযোগ , প্রচার প্রচারণা ও জগ প্রতীকের লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে বাংলাদেশ জনকল্যাণ সংগঠনের সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্র কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দ।
আরও পড়ুনঃ বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে মাহমুদুল আলম বাবুর গণসংযোগ
ছাত্র কল্যাণ সংগঠনের সাধারণ সম্পাদক মো. রহমত আলীর নেতৃত্বে একদল তরুন নেতা স্বতন্ত্র মেয়র প্রার্থী নজরুল ইসলাম সওদাগরের জগ প্রতীকের পক্ষে মালিরচর হাজী পাড়া , ঘোষপাড়া, নয়াপাড়া এলাকায় গণসংযোগ ও প্রচারনা চালায়। এসময় তারা আগামি ২৯ মার্চ বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে জগ প্রতীকে ভোট দিতে এলাকাবাসীর প্রতি আহবান জানান। গণসংযোগকালে এসময় অন্যান্যের মধ্যে সহসভাপতি রফিজল হক, সহ সাধারণ সম্পাদক আতিকুর রহমান ইরাক, আলমাছ মিয়া, শামীম মিয়া,শাকিল মিয়া , খোরশেদ আলম, আশাদুল ইসলাম উপস্থিত ছিলেন।
আগামি ২৯ মার্চ ওই কেন্দ্রে পুনঃভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
-