আফজাল শরীফ জামালপুর প্রতিনিধি: পঞ্চগর জেলা থেকে ছেড়ে আসা ধানের আটি বোঝায় একটি গাড়ি জামালুরের বকশীগঞ্জ উপজেলা ঝালর চর পশ্চিম পাড়া গ্রামের বিদ্যুতের তার ছিড়ে ঢাকা মেট্র - ট ২০-২৫৪৬ গাড়িতে আগুন ধরে।
সরেজমিতে গিয়ে জানা যায়, জব্বারগঞ্জ এলাকার বিশিষ্ট ধানের আটি ব্যবসায়ী মো. ইস্রাফিল ও শহিদুল্লা দুই ভাই মিলে দীর্ঘ দিন যাবত ধানের আটির ব্যবসা সুষ্ঠ ভাবে পরিচালনা করে আসছিল। কিছু দিন যাবত আমাদের জামালপুর-শেরপুর অঞ্চলে ধানের আটি না পেয়ে তারা পঞ্চগর জেলায় গিয়ে আটি কিনে গাড়িতে লোড দিয়ে বকশীগঞ্জ উপজেলার জব্বারগঞ্জ বাজার এলাকায় ঢোকার পথে ও্ই গাড়িতে রাস্তার উপর দিয়ে বিদ্যুতের টানা লাইনটি ছিড়ে ওই গাড়িতে আগুন ধরে। গাড়িটি জব্বারগঞ্জ বাজার এলাকায় ব্র্যাক ব্যাংকের পশ্চিম পাশে একটি পানির খাদে নামিয়ে দেয়। পরে সাধারণ জনগণের সহযোগিতায় গাড়িটির আগুন নিয়ন্ত্রণে আনে। গাড়িটির বড়ধনের ক্ষতি হয়নি। ঐ গাড়িতে প্রায়ই ৫০ হাজার টাকার পরিমাণের ধানের আটি ছিল। ধানের আটি আগুন ধরে পুড়ে যাওয়াতে ব্যবসায়ীরা ব্যাপকভাবে ক্ষয়-ক্ষতি হয়েছে।