গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নিতলা উপজেলার মধইল বাজারে ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড আউটলেট শাখার আনোষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুরে মেসার্স প্রগতি ট্রেডাস এর আয়োজনে মধইল বাজারে ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড আউটলেট শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডাচ্ বাংলা ব্যাংক লিঃ এর এভিপি এন্ড রাজশাহী রিজিওন্যাল ম্যানেজার জনাব সাইফুল ইসলাম, ডাচ্ বাংলা ব্যাংক নওগাঁ এরিয়া ম্যানেজার সাখাওয়াত হোসেন, ডাচ্ বাংলা ব্যাংক নওগাঁ সেলস ম্যানেজার মোস্তাফিজুর রহমান,কৃষ্ণপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদ,প্রগতি ট্রেডার্স এর আবু হোসেন,শহিদুল ইসলাম রুপক,হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর দিবর ও আকবরপুর ইউনিয়নের ইউনিয়ন সমন্বয়কারী হারুন-উর রশিদ। ডাচ্ বাংলা ব্যাংক কতৃপক্ষ জানিয়েছে আজ থেকেই এ শাখায় দেশের অন্যান্য শাখার মতো গ্রাহকগণকে সঞ্চয়,ডিপিএস,এফ.ডি.আর রেমিটেন্স ও এটিএম কার্ড সবই এখন ডাচ্ বাংলা ব্যাংক সেবা প্রদান করছে বলে জানান।