জামালপুর প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কেক কাটা,আলোচনা সভা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরনসহ নানা কর্মসূচী পালন করেন জামালপুর জেলা সাংস্কৃতিক লীগ।
গতকাল শনিবার দুপুরে জামালপুর জেলা সাংস্কৃতিক লীগের উদ্যোগে মেলান্দহ কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে এ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা সাংস্কৃতিক লীগের সভাপতি মোঃশফিকুল ইসলাম আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজায়েত আলী সোজা, জেলা সাংস্কৃতিক লীগের সাধারন সম্পাদক সাইদুর রহমান পল, কুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম মোস্তফা সহ আরো অনেকে।
এসময় বক্তারা আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় আওয়ামীলীগ কে ভোট দিয়ে জয়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ক্ষমতায় বসানোর অঙ্গীকার করেন।
-