ডেসটিনির এমডি ও চেয়ারম্যানের মুক্তির দাবিতে রাজশাহী ডিএসএমএফ গ্রীনের আলোচনা সভা

S M Ashraful Azom
রাজশাহী ডিএসএমএফ গ্রীনের আলোচনা সভা
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন আমিনুল ইসলাম  ও শরিফুল ইসলাম গাজী
শাহ আলম সিদ্দিক, বগুড়া ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীন রাজশাহী বিভাগ এর উদ্যোগে ডেসটিনি ২০০০ লিঃ এর এমডি মো.রফিকুল আমিন ও চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ হোসাইন এর নিঃশর্ত মুক্তির দাবিতে ০৯.০৩.২০১৮ শুক্রবার বগুড়া পর্যটন মোটেলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ‍উপস্থিত ছিলেন  ডিএসএমএফ গ্রীনের ভারপ্রাপ্ত সভাপতি মো. শরিফুল ইসলাম গাজী। 
বিশেষ অতিথি হিসেবে ‍উপস্থিত ছিলেন  ডিএসএমএফ গ্রীনের সহ সভাপতি জনাব মো. আমিনুল ইসলাম ও জনাব কাজল কুমার সাহা সাধারন সম্পাদক (ভার.) ডিএসএমএফ গ্রীন।
the Destiny MD and Chairman's release
অনুষ্ঠানে উপস্থিতির একাংশ
শত শত ক্রেতা পরিবেশক ও বিনিয়োগকারীদের স্বতঃস্ফুর্ত উপস্থিতিতে জনাব মো. শাহ আলম সিদ্দিক এর অনারম্বর উপস্থাপনায় দিনব্যাপি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

অনতিবিলম্বে ডেসটিনি ২০০০ লিঃ এর এমডি মো.রফিকুল আমিন ও চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ হোসাইন এর নিঃশর্ত মুক্তি দিয়ে ৪৫ লক্ষ ক্রেতা পরিবেশক ও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় বর্তমান সরকারকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাজশাহী বিভাগীয় যুগ্ম সদস্য সচিব মো. শাহ সুলতান রিপন। 


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top