রকি সাহা, শাহরাস্তি প্রতিনিধি: ১৯ মার্চ সোমবার বিকালে শাহরাস্তি উপজেলা পরিষদ মিলনায়তনে শাহরাস্তি অপরুপা নাট্য-গোষ্ঠীর সার্বিক সহযোগিতায় জাকজমক ভাবে কেক কেটে দৈনিক আজকের কুমিল্লা ও বর্তমান প্রতিদিনের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
শাহরাস্তি অপরুপা নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি বিশিস্ট সাংবাদিক ও নাট্যকার মো: জাহাংগীর আলম হৃদয়ের সভাপতিত্বে সিদ্দিকুর রহমান নয়ন ও মাহবুব আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার মো. হাবিব উল্লাহ্ মারুফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার. উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান উল্লা চৌধুরী. উপজেলা প্রকল্প অফিসার মোশারফ হোসেন. শাহরাস্তি প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক আবুল কালাম আযাদ. ফারুক চৌধুরী. বর্তমান প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মঈনুল ইসলাম কাজল. সাংবাদিক ফয়েজ আহমেদ. আমরুজ্জামান সবুজ. মীর হেলাল. জামাল হোসেন ,হাসানুজ্জামান. রফিকুল ইসলাম পাটোয়ারী. সুমন দত্ত,দৈনিক ডেসটিনির প্রতিনিধি রকি সাহা, মো: রিপন. সুজন দাস. ইমতিয়াজ হোসেন তোহা.শাকওয়াত হোসেন. মানবাধিকার সংগঠক খন্দকার মো: শামছুল আলম. লিটন ভুঁইয়া সহ উপজেলা প্রশাসনের অফিসার. সাংবাদিক. শিক্ষক. সাংস্কৃতিক ও সামাজিক ব্যাক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পরে পত্রিকা সফলতা কামনা করে দোয়া করেন মাওলানা জাহাংগীর আলম।
-
-