নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের শতবর্ষ উদযাপন

S M Ashraful Azom
Century celebration of Nasir Uddin High School and College

গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধিঃ গোলাপগঞ্জের ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের শতবার্ষির্কী উদযাপন কমিটির প্রথম সভা অনুষ্টিত হয়। শনিবার সকাল ১১টায় স্কুল মিলনায়তনে বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব ময়নুল হকের সভাপত্বিতে মাষ্টার তারেক জলি ও তাহের উদ্দিনের যৌথ পরিচালনায় একাদশ শ্রেনীর ছাত্র শাব্বীর আহমদের তেলাওয়তের মাধ্যমে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্টানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুনীর চন্দ্র দাশ।

সভায় বক্তব্য রাখেন, লুৎফুর রহমান মাস্টার, ফরিদ উদ্দিন চৌধুরী, আব্দুল মালিক, আলা উদ্দিন, হারুনুর রশিদ, ফখরুল ইসলাম চৌধুরী, মঈন উদ্দিন মিনু, সৈয়দ রেজাউল করিম আলো, ফয়জুল হক নেওয়ার, হেলাল উদ্দিন আহমদ হেলু, আনিছুজ্জামান পাপলু, মাহবুবুর রহমান মুরাদ, জামিল আহমদ খান, সাহেদ আহমদ, রিপন আহমদ মাষ্টার, রুহেল আহমদ।


এছাড়া উপস্থিত ছিলেন নূরুজ্জামান চৌধুরী, বেলাল আহমদ, তাজ উদ্দিন, এহতেশাম আবেদীন চৌধুরী ফরহাদ, শাহি আহমদ চৌ:, মুজাম্মিল হক মজই, খুরশেদ আলম চৌ:, শেখ সেলিমুজ্জামান, ওলিউর রহমান, বুরহান উদ্দিন মাষ্টার, নুরুল ইসলাম লুতু, রাশেদ আহমদ চৌ:, মনির আলী হেনু, রুমেল সিরাজ, মিলাদ আহমদ, মুন্না আহমদ প্রমুখ।

সভায় শতবর্ষ অনুষ্টানের কর্মসূচী ও বিভিন্ন উপকমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top