সাপাহারে দূর্নীতি প্রতিরোধ সপ্তাহ উদযাপন

S M Ashraful Azom

সাপাহারে দূর্নীতি প্রতিরোধ সপ্তাহ উদযাপন

Celebration of Week of Corruption Week

সেবা ডেস্ক: গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: “বন্ধ হলে দূর্নীতি,উন্নয়নে আসবে গতি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহারে দূর্নীতি প্রতিরোধ সপ্তাহ উদযাপন উপলক্ষে র‌্যালী, পদযাত্রা,মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে শনিবার বেলা সাড়ে ১০ঘটিকার সময় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালী শেষে জিরো পয়েন্টে প্রায় ঘন্টাকাল ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।


আরও পড়ুনঃ আর নয় প্রশ্ন ফাঁস, স্বশিক্ষায় শিক্ষিত হবে জাতি

মানববন্ধন শেষে জিরোপয়েন্ট স্বাধীনতা মঞ্চে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব নূরুল হক মাষ্টার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন রাজশাহী দূর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মতিউর রহমান,বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন দূর্নীতি দমন কমিশনের উপ-সহকারী পরিচালক কামিয়াব নবী, চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল জলিল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলহাজ্ব ওয়াহেদ আলী, চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল আব্দুল মজিদ,সাপাহার থানার ওসি (তদন্ত) মনির হোসেন, বনিক সমিতির সভাপতি আলহাজ্ব মতিউর রহমান, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক অধীর চৌধুরী ,জামাননগর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক অসিম দেবনাথ প্রমুখ।

এ সময় সেখানে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সকল সদস্য,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী সহ অনেকেই উপস্থিত ছিলেন।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top