শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাঁশখালী থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) কে সম্মাননা ক্রেস্ট প্রদান করে স্বাগতম জানালেন বাঁশখালীর সনাতন ধর্মালম্বীদের অন্যতম সংগঠন শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ সংঘ।
গত বুধবার সংঘের সভাপতি বাবু অধির কুমার দাশ ও সাধারন সম্পাদক বাবলা কুমার দাশের নেতৃত্বে একটি দল অালাদা অালাদা ভাবে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান মোল্লা ও বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সালাহউদ্দিন হিরার কার্যালয়ে গিয়ে এ ক্রেস্ট প্রদান করে সংঘের নেতৃবৃন্দ অাশাবাদ ব্যক্ত করেন যে, বাঁশখালী উপজেলার চৌকস এই দুুই অফিসারের নেতৃত্বে বাঁশখালীর অাইন শৃংখলার ভারসাম্য রক্ষা সহ বাঁশখালীর সার্বিক উন্নয়নে গুরুত্বপুর্ণ ভুমিকা রাখবেন।
অালাদা অালাদা সৌজন্য সাক্ষাতে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা অফিসার ইনচার্জ (ওসি) শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ সংঘের নেতৃবৃন্দের মাধ্যমে বাঁশখালীর অাইন শৃংখলার উন্নয়নসহ সার্বিক উন্নয়নে সচেতনেতার সাথে বাঁশখালীর সনাতন ধর্মালম্বিদের অান্তরিক সহযোগিতা কামনা করেন।