বাঁশখালীর ডোংরা গ্রামের কবর স্থান থেকে লাশ উত্তোলন করে এম্বুলেন্স যোগে নিয়ে যাওয়ার দৃশ্য। |
মঙ্গলবার (৬মার্চ) দুপুরে মহানগর দায়রা জজ আদালতের নির্দ্দেশে নির্বাহী ম্যাজিষ্ট্রেট নওশের ইবনে হালিমের উপস্থিতে গণি চৌধূরী জামে মসজিদের কবর স্থানথেকে লাশ উত্তোলন করা হয়। এদিকে ডবলমুরীং থানা পুলিশের বিরুদ্ধে স্বাভাবিক মৃত্যুর ঘটনাকে ভিন্ন খাতে নেয়ার চেষ্টা চালানো অভিযোগ নিহতের পরিবারের। তাছাড়া নিহতের পরিবারের পক্ষথেকে মামলা বা অভিযোগ করা না হলেও মৃতব্যক্তির চাকরী স্থল ফ্যাশন ওয়াচ গার্মেন্টস লিঃ এর জেনারেল ম্যানেজার ইউসুফ আলী বাবলু বাদী হয়ে ধারা ৩০৪ দঃবিঃ আইনে মামলা দায়ের করায় জনমনে রহস্যর সৃষ্টি হয়েছে। স্থানীয় ও মামলা সূত্রে জানাযায়, উপজেলার খানখানাবাদ ইউপির ডোংরা গ্রামের গণি চৌধূরী বাড়ীর মৃত হাশমত আলীর পুত্র সৈয়দুল আলম প্রঃ আবু সাইদ সিডি, এ চেয়ারম্যান এম. এ সালামের মালিকানাধীন ফ্যাশন ওয়াচ গার্মেন্টস লিঃ সুপারভাইজার হিসাবে চাকুরিরত ছিলেন। গত ১৬ ফেব্রুয়ারী পেট ব্যাথা ও সংক্রমক রোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কড়িওগ্রাফি বিভাগের ২৭ নং ওয়ার্ডের ১৭ নং শয্যায় চিকিৎসাধীন আবস্থায় তার মৃত্যু হয়। সে অনুযায়ী মেডিকেল কতৃপক্ষ মৃত্যু সনদ ও প্রদান করে। তবে ১৭ ফেব্রুয়ারী ডবলমুরিং থানা পুলিশের সাব-ইন্সপেক্টর নুরুল ইসলাম মামলার বাদীকে ভয় দেখিয়ে নিয়মিত মামলার দায়ের করতে বাধ্য করেন। মামলা দায়ের পর ২২ ফেব্রুয়ারী মহানগর দায়েরা জজ আদালতে লাশের ময়না তদন্তের রিপোটের জন্য লাশ উত্তোলনের আবেদন করলে বিজ্ঞ আদালত আমলে নিয়ে লাশ উত্তোলনের নির্দেশ প্রদান করেন। আদালতের নির্দেশের প্রেক্ষিতে মঙ্গলবার ডবল মুরিং থানা পুলিশ নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর উপস্থিতে কবর থেকে লাশ উত্তোলন করে। চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা পুলিশের এসআই নুরুল ইসলামের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান গার্মেন্টসের সহ কর্মীদের হাতে চড়, থাপ্পরের আঘাতে ছৈয়দুল আলমের মৃত্যু হয়। তাছাড়া গার্মেন্টসের জেনারেল ম্যানাজার বাদী হয়ে এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের করায় লাশের ময়না তদন্ত রির্পোটের জন্য বিজ্ঞ আদালতের আদেশে লাশ উত্তোলন করা হয়ে বলেও তিনি জানান। ফ্যাশন ওয়াচ গার্মেন্টস লিঃ এর জেনারেল ম্যানেজার ইউসুফ আলী বাবলুর কাছে জানতে চাইলে তিনি জানান ডবলমুরিং থানা পুলিশের এসআই নুরুল ইসলাম আমাকে জিম্মি করে জোরপূর্বক মামলা দায়েরে বাধ্য করেছে। ছৈয়দুল আলমের মৃত্যু স্বাভাবিক। তবে পুলিশি হয়রানীতে গার্মেন্টসের সকল কর্মকর্তা ও কর্মচারী অতিষ্ট বলে তিনি জানান।
-