স্বল্পোন্নত দেশের স্টাটাস হতে বাংলাদেশের উত্তরনের যোগ্যতা

Seba Hot News
‘স্বল্পোন্নত দেশ হতে উত্তরনের অভিযাত্রায় বাংলাদেশ বিষয়ে কুড়িগ্রামে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত’
ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি ঃ ২০.০৩.২০১৮

স্বল্পোন্নত দেশের স্টাটাস হতে বাংলাদেশের উত্তরনের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে মঙ্গলবার সকাল ১০ জেলা প্রশাসন সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভীন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাফর আলী, সিভিল সার্জন ডাঃ এসএম আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভপতি আহসান হাবিব নিলু, সধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব, সাংবাদিক শ্যামল ভৌমিক, জেলা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ডাঃ জি এম ক্যাপ্টেন, সাংবাদিক হারুন মোল্লা প্রমুখ।

প্রেস ব্রিফিং অনুষ্ঠানে স্বল্পোন্নত দেশ হতে উত্তরনের অভিযাত্রায় বাংলাদেশ, উন্নয়নশীল দেশ হওয়ার যোগ্যতার স্বীকৃতি দিল জাতিসংঘ বিষয়ে মূল প্রবন্ধ পাঠ করেন জেলা তথ্য অফিসার মোঃ শাহজাহান আলী।

প্রেস ব্রিফিংয়ে সকল মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top