সেবা ডেস্ক: বকশীগঞ্জ উপজেলার পুরাতন বাসস্ট্যান্ড ৩ মার্চ শনিবার সন্ধ্যায় উপজেলা বিএনপি কার্যালয়ে হামলা ভাংচুর এর ঘটনা ঘটেছে। খালেদা জিয়ার মুক্তির দাবিতে ও সরকার বিরোধি লিফলেট সাধারণ জনগনের মাঝে বিতরন করা কে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
উপজেলা বিএনপি’র আহ্বায়ক ফখরুজ্জামান মতিন জানান, আমরা শান্তিপূর্ন
ভাবে প্রচারপত্র বিতরনের কাজ শেষ করে দলীয় কার্যালয়ে নেতা-কর্মীদের নিয়ে আলোচনাকালীন সময়ে ছাত্রলীগ ও শ্রমিকলীগের নেতা কর্মীরা আমাদের কার্যালয়ে হামলা চালায়।
অপরদিকে বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি জুমান তালুকদার হামলার কথা অস্বীকার এবং ঐ প্রচারপত্রে বর্তমান সরকারের দূর্নীতির মিথ্যা তথ্য প্রচারের তীব্র প্রতিবাদ করেন।
এ ঘটনায় ঐ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।
-