আফজাল শরীফ জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ উপজেলা মেরুরচর ইউনিয়নে জাতীয় পার্টি কমিটি গঠন করা হয়েছে।
উক্ত কমিটি অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মেরুরচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব আলহাজ্ব মো. আব্দুল হামিদ সাহেব এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির সভাপতি জনাব মো. হামিদুল রহমান (মেম্বার), সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বকশীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক জনাব একে.এম হামিদুল্লাহ, বকশীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক জনাব আবু সায়েম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস ছামাদ, আকরামুল হক, বাট্টাজোর ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম মোস্তুফা, নিলক্ষিয়া ইউনিয়নের সাধারন সম্পাদক জনাব মো. লেবু মিয়া, সাংবাদিক আফজাল শরীফ প্রমুখ উপস্থিত ছিলেন।
উক্ত মেরুর চর কমিটি গঠন অনুষ্ঠানে সভাপতি হিসাবে ঘোষণা করা অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্জ¦ মোঃ আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক হলেন, জব্বারগঞ্জ জনকল্যাণ সমিতির সভাপতি ও জব্বারগঞ্জ বাজার হাটবাজার ইজারাদার মোঃ নাজির হোসেন।
অনুষ্ঠানের বক্তারা বলেন, আগামী দিনে জাতীয় পার্টিকে শক্তি শালি করে জামালপুর ১ আসনে বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ জাতীয় পার্টিকে আগামী জাতীয় নির্বাচনে বিজয়ী করে তুলতে শপথ গ্রহণ করেন।