সেবা ডেস্ক: স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপনের জন্য জামালপুরের বকশীগঞ্জে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
২২ মার্চ বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ওই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসান সিদ্দিক , বকশীগঞ্জ থানার ওসি আসলাম হোসেন, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা নুরুল আমিন ফোরকান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ইউনুস আলী, বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আবদুল হামিদ, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রমজান আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন, বকশীগঞ্জ খাতেমুন মঈন মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ বজলুল করিম তালুকদার শাহীন, বীর মুক্তিযোদ্ধা আফসার আলী, উপজেলা সমবায় কর্মকর্তা আবদুল জলিল, বকশীগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির ডিজিএম আকতারুজ্জামান, বকশীগঞ্জ এনএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুমুল হক সিদ্দিকী, প্রমুখ উপস্থিত ছিলেন।
এতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা র্যালিতে অংশ নেন।
-