বকশীগঞ্জে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

S M Ashraful Azom
Bakshiganj celebrates the birthday of Bangabandhu and National Children's Day

সেবা ডেস্ক:  জামালপুরের বকশীগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। ১৭ মার্চ শনিবার এ উপলক্ষে সকাল ৯ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়।

সকাল ১০ টায় একটি বণ্যাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র‌্যালি শেষে উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় ইউএনও আবু হাসান সিদ্দিকের সভাপতিত্বে এসময় বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দিন, বকশীগঞ্জ থানার ওসি আসলাম হোসেন , উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আবদুল হামিদ,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন প্রমুখ।

আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা , রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 -

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top