বকশীগঞ্জে স্বাধীনতা দিবসে বিএনপির কার্যালয়ে পতাকা অর্ধনমিত !

S M Ashraful Azom
Bakshiganj Independence Day at the BNP's half-dimensional flag!

সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জে মহান স্বাধীনতা দিবসে বিএনপির কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখায় সমালোচনার ঝড় উঠেছে। জাতীয় দিবসে এ ধরণের খামখেয়ালিপানার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে ( ফেসবুক) মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

জানা গেছে,  ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সরকারি, বেসরকারি, আধা সরকারি ও স্বায়ত্তসাশিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা পূর্ণভাবে উত্তোলন করা হয়। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বকশীগঞ্জ উপজেলা শাখার কার্যালয়ে সকাল থেকে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।  এ ঘটনা জানাজানি হলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

আরও পড়ুনঃ বকশীগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

তবে আওয়ামী লীগের নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা জানান, এটা সম্পূর্ণ জাতীয় পতাকা অবমাননার শামিল। এধরণের ঘটনার জন্য বিএনপি নেতাদের শাস্তির আওতায় আনা উচিত।
উপজেলা বিএনপির আহবায়ক ফকরুজ্জামান মতিনের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায় নি।

 -

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top