গোলাপ খন্দকার, সাপাহার প্রতিনিধি: “অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় এগিয়ে বাংলাদেশ’ শির্ষক প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশের ন্যায় নওগাঁর সাপাহারেও আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অন্যষ্ঠান বৃহস্পতিবার সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম শাহ্ চৌধুরীর নেতৃত্বে উপজেলা সদরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় সকল শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারীদের সমন্বয়ে অনুষ্ঠিত আনন্দ শোভা যাত্রাটি উপজেলা পরিষদ চত্ত্বর হতে বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুণরায় উপজেলা পরিষদ চত্ত্বরে এসে মিলিত হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরীর সভাপতিত্বে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উন্নয়নশীল বাংলাদেশের গুরুত্ব উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম শাহ্ চৌধুরী, অন্যান্যদের মধ্যে উপজেলা সমাজ সেবা অফিসার রেজওয়ানুল হক, পল্লী উন্নয়ন অফিসার সোলাইমান আলী, জেলা পরিষদ সদস্য ফাইমা খাতুন প্রমুখ বক্তব্য প্রদান করেন।
বক্তব্য শেষে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষর্থীদের সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
-