সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জে ভিক্ষুক পুনর্বাসন কর্মসুচি হাতে নিয়েছে উপজেলা প্রশাসন। এ কর্মসূচির আওতায় উপজেলার তালিকাভূক্ত ভিক্ষুকদের পুনর্বাসন করা হবে।
ইতোমধ্যে গত সোমবার বিকালে চার জন নারী ভিক্ষুককে পুনর্বাসনের জন্য ছাগল বিতরণ করা হয়।
ছাগল বিতরণে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসান সিদ্দিক, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম হোসেন সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
জানা গেছে, ভিক্ষাবৃত্তি পেশাকে নিরুৎসাহিত করার জন্য মহতী উদ্যোগ গ্রহণ করেন উপজেলা প্রশাসন। সে লক্ষ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা , উপজেলা ভাইস চেয়ারম্যান , মহিলা ভাইস চেয়ারম্যান , উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীদের একদিনের বেতন দিয়ে চারজন নারী ভিক্ষুককে পুনবার্সন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসান সিদ্দিক জানান, সকলের প্রচেষ্টায় ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচি হাতে নেয়া হয়েছে। ভিক্ষুক মুক্ত বকশীগঞ্জ উপজেলা গড়ার জন্য তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন পেশাজীবী মানুষের সহযোগিতা কামনা করেন।