সেবা ডেস্ক: শাহানশাহে তরিকত হযরত মওলানা খাজা শাহসূফী আছির উদ্দিন খন্দকার মুসলিম নগরী নকশাবন্দী মোজাদ্দেদী (রঃ কুঃ) সাহেবের পবিত্র উরস মুবারকের আজ ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।
বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের দাসপাড়ায় অবস্থিত মুসলিম নগর দরবারের উরসে অংশ নিতে ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে হাজার হাজার আশেকান,জাকেরান, ভক্ত বৃন্দ দরবারে এসে পৌঁছেছেন।
উরস সম্পন্ন করতে সকল প্রস্তুতি নেয়া হয়েছে। কয়েকশ স্বেচ্ছাসেবক প্রতিদিন কাজ করছেন দরবারে । বকশীগঞ্জ থানা পুলিশ সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। আখেরি মোনাজাত পরিচালনা করবেন দরবারের গদিনশীন হযরত মওলানা শাহসূফী মো. এমরান হোসাইন খন্দকার ।
সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবু উরসের সফলতা কামনা করেছেন।