সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জের মেরুরচর ইউনিয়নের মেরুরচর বাজার পাঞ্জেগানা মসজিদের উন্নয়নের জন্য মসজিদ পরিদর্শন করা হয়েছে। গতকাল রোববার দুপুরে বকশীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার মসজিদটি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি মেরুরচর বাজার পাঞ্জেগানা মসজিদের উন্নয়নের জন্য সার্বিক সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।
এসময় মেরুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জেহাদ, বাগাডুবা উমেদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজিউল হাসান লাভলু, ব্যবসায়ী ও সাবেক জিএস জাহিদুল ইসলাম প্রিন্স সহ মসজিদ কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।