জামালপুর প্রতিনিধি ॥ জামালপুর পৌরসভার পিঙ্গলহাটি গোবিন্দপুর শাববাজপুর রোডের পাশে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে জামালপুর সদর থানা পুলিশ।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এলাকাবাসী লাশটি একটি পুকুরে দেখতে পেয়ে সদর থানা পুলিশকে খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ লাশটি পানি থেকে উদ্ধার করে। পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে লাশটি পানিতে দেখে এলাকাবাসী খবর দিলে লাশটি উদ্ধার করা হয়। তবে প্রাথমিকভাবে তার গায়ে কোন ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশটি ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। জানা গেছে, লাশটির গায়ের রং কালো ও ৫ ফিট লম্বা।