সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জে ২০১৬ ও ২০১৭ সালের জেএসসি ও এসএসসি পরীক্ষায় উর্ত্তীণ জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।মঙ্গলবার অ্যাসোসিয়েশন ফর সোসাইটি নামে একটি ছাত্র সংগঠনের উদ্যোগে ওই সংবর্ধনা প্রদান করা হয়।
সাধুরপাড়া ইউনিয়নের কামালের বার্ত্তী কে.বি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু।
সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুর রশিদ বাবুলের সভাপতিত্বে ও অ্যাসোসিয়েশন ফর সোসাইটির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দুলুরুজ্জামান দুলুর সঞ্চালনায় অনুষ্ঠানে এসময় বক্তৃতা করেন অধ্যক্ষ হেলাল উদ্দিন খান, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএইচ কবির, কামালের বার্ত্তী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নান্নু মিয়া, শিক্ষক মালেক বিএসসি, শিক্ষক জাহিদুল ইসলাম জাহিদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক জালাল উদ্দিন , বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ফজলুর রহমান খুদু, যুবলীগ নেতা মারুফ সিদ্দিকী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সজিব, অ্যাসোসিয়েশন ফর সোসাইটির সিনিয়র সহসভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লালন ফকির ,সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মনির প্রমুখ।
এতে জেএসসির ৩৫ জন এসএসসির ৭ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।