সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জে সূর্যের হাঁসি স্টেক হোল্ডার সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বকশীগঞ্জ উত্তর বাজার তিনানী পাড়া এলাকায় অবস্থিত সূর্যের হাঁসি ক্লিনিকের উদ্যোগে ওই সভা অনুষ্ঠিত হয়।
উক্ত স্টেক হোল্ডা সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ক্লিনিকের জমিদাতা আবদুর রউফ তালুকদার।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু হাসান সিদ্দিক। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ থানারর অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন , বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডা. নাদের হোসাইন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর বকশীগঞ্জ শাখার ব্যবস্থাপক খন্দকার আমিরুল ইসলাম জাহিদ।
উক্ত সভা পরিচালনা ও স্বাগত বক্তব্য রাখেন সূর্যের হাঁসি ক্লিনিকের বকশীগঞ্জ শাখার ব্যবস্থাপক রেজাউল করিম।
অনুষ্ঠিত সভায় জন প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, স্বাস্থ্য কর্মীরা অংশ গ্রহণ করেন।