সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জে ১ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নয় টি কন্দ্রে এসএসসি, দাখিল ও এসএসসি ( ভোকেশনাল) পরীক্ষা শুরু হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এবার এসএসসি পরীক্ষায় এক হাজার ৯৭৪ জন, দাখিলে ৫৬৮ জন ও এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ৪০১ জন পরীক্ষার্থী অংশ নেবেন।
গতকাল প্রথম দিনের পরীক্ষায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু হাসান সিদ্দিক ও জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়দেব পরীক্ষার কেন্দ্র গুলো পরিদর্শন করেছেন।
বরাবরের মতো এবারও শান্তিপূর্ণ ও সুষ্ঠভাবে চন্দ্রাবাজ রশিদা বেগম স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রথম দিনের পরীক্ষায় নয় জন পরীক্ষার্থী ছিল বলে জানা গেছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।